• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

আলাদা করতে তৌফা-তহুরার অস্ত্রোপচার


প্রকাশের সময় : অগাস্ট ১, ২০১৭, ১২:৫৮ PM / ৪১
আলাদা করতে তৌফা-তহুরার অস্ত্রোপচার

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : মায়ের গর্ভ থেকে জোড়া হয়ে দুনিয়ায় আসেন তৌফা ও তহুরা। শারীরিক এই জটিলতা মুক্তি দিতে তাদের অস্ত্রোপচার শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ অস্ত্রোপচার শুরু হয়। জটিল এই অস্ত্রোপচারের সার্বিক তত্ত্বাবধান করছেন ঢামেকের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনুর ইসলাম।
ঢামেকের সহকারী পরিচালক ডা. হাবিবুর রহমান পরিবর্তন ডটকমকে জানান, সকাল সাতটার দিকে তাদের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অস্ত্রোপচার চলছে। ১৬/১৭ জনের টিম রয়েছেন এই অস্ত্রোপচারে।

শিশু দুটির মা শাহিদা বেগম সন্তানদের অস্ত্রোপচার সফল হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত ২১ এপ্রিল দ্বিতীয়বারের মতো ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় জোড়া লাগা শিশু তৌফা ও তহুরাকে।
এর আগে গতবছরের ৮ অক্টোবর তাদের এখানে প্রথমবার ভর্তি করা হয়। সে সময়ে একটি সফল অপারেশন করা হয়।
গতবছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী শাহিদা বেগম নিজ বাড়িতে এই জোড়া কন্যাসন্তানের জন্ম দেন।

কোমরের কাছে জোড়া লাগানো শিশু দুটির সব অঙ্গপ্রত্যঙ্গই আলাদা। শুধু প্রস্রাব-পায়খানার রাস্তা একটি। প্রথমবার অপারেশনের মাধ্যমে তাদের পায়ুপথ আলাদা করা হয়।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৫৫পিএম/১/৮/২০১৭ইং)