• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

আম চাষীরা পরিচর্যায় ব্যস্ত


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০১৭, ৯:৪২ AM / ২৯
আম চাষীরা পরিচর্যায় ব্যস্ত

ঢাকারনিউজ২৪.কম:চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে এখন চলছে গুটি আমের পরিচর্যা। পোকার আক্রমণ ঠেকাতে ব্যস্ত সময় পার করছেন চাষীরা।

গত বছর ফলন ভালো হলেও প্রশাসন সময়সীমা বেঁধে দেয়ায় ক্ষতিগ্রস্ত হন অধিকাংশ আমচাষী ও ব্যবসায়ীরা। এ বছর সময়সীমা বেঁধে না দেয়ার আহ্বান জানান তারা্ চাঁপাইনবাবগঞ্জের সব আম বাগানে এখন ঝুলছে নানা জাতের আম। মাস দেড়েক বাদেই বাজারে উঠবে এসব আম।

এবার আমের ভাল মুকুল ও পর্যাপ্ত গুটি আসলেও বৃষ্টির অভাব ও প্রচন্ড গরমে ভাল ফলন নিয়ে দুশ্চিন্তায় এলাকার আম চাষী ও ব্যবসায়ীরা। তবে কৃষি বিভাগের পরামর্শে বিভিন্ন ধরনের কিটনাশক ছিটানো অব্যাহত রেখেছেন তারা।

গত মৌসুমে আম পাড়ার সময়সীমা বেঁধে দিলেও এবার তা না করার অনুরোধ জানিয়েছে স্থানীয় আম চাষীরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবারও আমের বাম্পার ফলন হবে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বিষমুক্ত ও পরিপক্ক আম উপহার দিতে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জে এ বছর ২৬ হাজার ১শ ৫০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৯.৪১এএম/১৭//২০১৭ইং)