• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

আমিও শিখেছি হাত বদলাতে


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০১৯, ১১:৫৯ AM / ৩১
আমিও শিখেছি হাত বদলাতে

শফিউল বারী রাসেল

_______________________________

তোমার কামাতুর দেহের প্রতি ভাঁজে ভাঁজে
ইচ্ছে করে আদর করি ঠোঁটের কারুকাজে।
নেশাতুর চোখ দুটি ফাগুনের লাল
প্রেমরস চুষে নিতে খুব বেসামাল।

বোকাসোকা পুরুষ আমি হাতছানিতে তোমার
স্বপ্ন দেখি তোমায় নিয়ে একটু সুখে থাকার।
পাগল হয়ে তোমার প্রেমে খোয়ালাম মন
তোমার প্রেম নদীতে আমায় দিলাম বিসর্জন।

বুঝিনি তখনও আমি এটা কোন প্রেম নয়
ছিলো সব সাজানো গোছানো অভিনয়।
তোমার ছলাকলায় মজে গেছিলাম গলে
ভাবিনি ভাসাবে তুমি এমন চোখের জলে।

অথচ এই চোখে দেখেছি তোমার রূপ
মুক্তঝড়া হাসির বানে ভেসেছি নিশ্চুপ।
সেই তুমি কি করে এমন হিংস্রতায়
জীবন ধ্বংসের খেলায় মাতো অবলীলায়।

আমিও এখন তোমার মত শিখেছি হাত বদলাতে
দেহের মঞ্চ খুলে দিয়ে প্রয়োজন মেটাতে।
তুমি হলে বহুরুপী আমি আরো ঢেড়
সময় হলে বুঝে যাবে পেয়ে যাবে টের।

যে বিশ্বাস ভেঙ্গে দিলে তুমি কষ্ট
জীবন আমার করে গেলে পুরাটাই নষ্ট।
করে গেলে আমার সাথে মন্দির ভাঙ্গার পাপ
একদিন ভাঙ্গবে ভুল করবে অনুতাপ।

নিজেকে সামলাতে নয় দুয়েক বার
চেষ্টা করেছি আমি সহস্র বার।
যত বলি চুপ করো থাকো নিরুত্তাপ
তবু মনের অজান্তে বেরোয় অভিশাপ।