• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

আমার প্রেম


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২০, ৮:০৫ PM / ৩৫
আমার প্রেম

আবু নাসির

_____________________________________________

আমার প্রেম শরতের শুভ্র মেঘ নয়
যে হাওয়ায় ভেসে ভেসে হারিয়ে যাবে।
আমার প্রেম নদীর যৌবন নয়
যে কার্তিকের শেষে তার ভাটা পড়বে।
আমার প্রেম চৈত্র ক্ষরতাপ নয়
যে মাটি ফাটিয়ে চৌচির করে দেবে।
আমার প্রেম কাল বৈশাখীর ঝড় নয়
যে সব ভেঙে তছনছ করে দেবে।
আমার প্রেম ভরা বর্ষার বন্যা নয়
যে সব ভাসিয়ে মানুষকে নিঃস্ব করবে।
আমার প্রেম শুধুই প্রেম নয়
যে বিরহ বেদনায় কারো মন পোড়াবে।
আমার প্রেম চির ভাস্বর অক্ষয় অমর
যেথা প্রবাহমান চির বসন্তের হাওয়া
যার আগমন অজানা অসীম হতে
যার নাই কোন সমাপ্তির পথ
সদা অসীমের মায়ায় যার গমন নির্গমন।।