• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

আমার প্রতিক ‘ঝুড়ি’ থেকে মাদকের দূর্গন্ধ বের হবে না : স্মৃতি


প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২১, ৬:০৯ PM / ৩২
আমার প্রতিক ‘ঝুড়ি’ থেকে মাদকের দূর্গন্ধ বের হবে না : স্মৃতি

নিজস্ব প্রতিবেদক : ‘‘আমার প্রতিক ‘ঝুড়ি’ থেকে মাদকের দূর্গন্ধ বের হবে না, বের হবে শুধু ফুলের সুবাস’’ এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন তথা নাসিক নির্বাচনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইসরাত জাহান স্মৃতি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে ‘ঝুড়ি’ প্রতিক পাওয়ার পর তিনি ওই মন্তব্য করেছেন।

স্মৃতি আরো বলেন, আমার নির্বাচনী পুরো এলাকা মাদকের উপর ভাসছে। বিগত ৫ বছর যিনি নির্বাচিত কাউন্সিলর হিসেবে এই ওয়ার্ডের দায়ীত্ব পালন করেছেন তিনি এই মরন নেশা মাদক নির্মূল করা দূরে থাক, উল্টো তার চার পাশ ঘিরে আছে মাদক বিক্রেতা ও সেবন কারীরা। ফলে মাদকের সহজ প্রাপ্তিতে বিগত পাঁচ বছরে কয়েক হাজার তরুন ও যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদক সেবনের ফলে এসব তরুণ ও যুব সমাজ এখন ধ্বংসের পথে। পরিবারের কাছ থেকে মাদক সেবনের টাকা না পেয়ে তারা চুরি, ছিনতাই ও ডাকাতি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। আর এসব কারনে আজ সমাজের এত অবক্ষয়। তাই আমি মনে করি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদক নির্মূলের বিকল্প নাই। অতএব জনগণ আমাকে ঝুড়ি প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমার প্রধান কাজ হবে যেকোনো উপায়ে মাদক নির্মূল করা। যাতে করে আমার প্রতিক ঝুড়ি থেকে মাদকের পরিবর্তে ফুলের সুবাস বের হয়।

 

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:০৬পিএম/২৮.১২.২০২১ইং)