• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

পাগলি’র জন্যে কবিতা


প্রকাশের সময় : মার্চ ২৪, ২০১৮, ৮:৩৩ AM / ৪৯
পাগলি’র জন্যে কবিতা

মহসীন সৈকত
________________________________________
চিরকাল অভ্রান্ত যুবকের মতো
শুনতে চেয়েছি আমি উচ্ছল জলের কথামালা
জলশুন্য নদীদের ইতিহাস আমার জানা
তাই কীর্তনখোলার পাড়ে জোৎস্নার শরীর ছুঁয়ে
দীর্ঘরাত্রি তপস্যায় আমি অর্চনা করেছি তোমায় –

কি নামে ডাকবো বলো – এই পাগলি,
আমার যে একজন পাগলি চাই –

জীবন থেকে খসে পরা অনেক বসন্ত আমি
উড়িয়ে দিয়েছি সবুজ পাতায় –
সহস্র বছরের হৃদয় জুড়ে যে কম্পন আমি
লুকিয়ে রেখেছিলেম বৃষ্টির বুকের ভেতর –
দিবসে রৌদ্র নৃত্যপর – আমি বেহুশ হয়ে যাই
তোমার মুখখানি করোতলে তুলে নেই
কীর্তনখোলার কলধ্বনি আর জোৎস্নার পায়ের
নুপুরের শব্দে – তোমার আমার অবিনাসী
উদ্ভোধনের যতো গান – তোমার উত্তাল বুকে
আমার অস্থীর কবিতা লেখা –
আর ওষ্ঠে ওষ্ঠ রেখে অবিরত চুম্বনের শব্দ
অন্ধকারে মিলিয়ে যায় –

আহা পাগলি আমার –
শত জনমের ভালোবাসা দিয়ে বুকের পাঁজরে
বেঁধে নিয়েছি তোমার সকল নি:শ্বাস —

এই পাগলি, চলো না ভালোবেসে উড়াল দেই
জলের প্লাবনে – যেভাবে আছে ঠিক সেভাবেই
থাকুক না তোমার যাবতীয় ক্লান্তিহীন অবকাশ –
কোনো কিছুতেই অভিমন্যু নই আর —

শুনো পাগলি, প্লাবনের জলে ভাসিয়ে দিয়েছি
আমার নির্জনতা ও বেদনার যতো নির্যাস –
রাত্রীর ফাঁটল থেকে জেগে উঠা
যে জ্বলন্ত প্রভাত – বনদোয়েলের ওষ্ঠে আমি
উড়িয়ে দিতে চাই সকল আর্তনাদ –
বুক যেনো এক করুন সেতার – শুকনো পাতার
মতো বেঁজে উঠে যতো – আমি তুচ্ছ করে যাই
শিশির ও কুয়াশার আলিঙ্গনে আজীবন তোমাকে
ভালোবেসে যেতে চাই – পাশাপাশি ;

পাগলি আমার,
আমি বিরামহীন স্বপ্ন বুনে যাই তোমার ভেতর
কীর্তনখোলার ফোটা ফোটা জলে আমার
তৃষ্ণা মেটে না – তাই নক্ষত্রের মতোন
তোমার পুরোটা ছুঁয়ে ছুঁয়ে ওষ্ঠের চঞ্চুতে আমি
আকন্ঠ করে যাই পান – সহস্র বছর
লক্ষ বছর – অযুত নিযুত কাল — !!

২২/০৩/২০১৮