• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

আমরা সর্বোচ্চ মেধার পরিচয় দিয়েও নিয়োগ পাচ্ছি না


প্রকাশের সময় : জুন ২৭, ২০২০, ২:২৭ PM / ৩৪
আমরা সর্বোচ্চ মেধার পরিচয় দিয়েও নিয়োগ পাচ্ছি না

সহকারি ডেন্টাল সার্জন পদে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন ৩১ থেকে ৩৪তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার চিকিৎসকরা।

তাদের অভিযোগ, করোনা সংকটকালে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হলেও ডেন্টাল সার্জনদের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। নিয়োগ পেতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগী ডেন্টাল সার্জন ফজলে মনজুর বলেন, ‘আমরা সর্বোচ্চ মেধার পরিচয় দিয়েও নিয়োগ পাচ্ছি না। বিসিএসের অন্যান্য ক্যাডারের নন-ক্যাডারে উত্তীর্ণদের সরকারি চাকরি দেয়া হলেও এ পর্যন্ত ডেন্টাল সার্জনদের কোনো নিয়োগ দেয়া হয়নি।

তাই আমরা কষ্টে ও হতাশায় দিনাতিপাত করছি। করোনা পরিস্থিতির এ সংকটময় মুহূর্তে আমরাও দেশ ও জাতির সেবা করতে চাই। সরকার যেন আমাদের নিয়োগের ব্যবস্থা করে সেই সুযোগ দেন।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/০২:২৬পিএম/২৭/৬/২০২০ইং)