• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

আমরা সবাইকে নিয়ে নির্বাচন করব : সিইসি


প্রকাশের সময় : জুলাই ১২, ২০১৮, ৩:২৪ PM / ৬১
আমরা সবাইকে নিয়ে নির্বাচন করব : সিইসি

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আমি এখনো আশা করি, বিএনপি নির্বাচনে আসবে। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ বৃহস্পতিবার দুপুরে এ কথা বলেন সিইসি

সিইসি আরো বলেন, আমি এখনো আশা করি বিএনপি নির্বাচনে আসবে। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করব।

নির্বাচনের পরিবেশ নিয়ে সিইসি বলেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে, ভালো থাকবে।

তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সিটি নির্বাচন নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

তিন সিটিতে বাড়তি কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, বাড়তি ব্যবস্থার প্রয়োজন হয় না। আইনের কোনো পরিবর্তন হয়নি। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে রাজশাহী,  বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সকাল ১১টা ১০ মিনিটে বৈঠক শুরু হয়। সিইসির সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম উপস্থিত ছিলেন।

এ ছাড়াও পুলিশ ও র‌্যাবের মহাপরিদর্শক,  তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই উল্লিখিত তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:১৮পিএম/১২/৭/২০১৮ইং)