• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

আমরা শুধু বড়লোকদের সার্ভিস দেই না : জাকারবার্গ


প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০১৮, ১০:৫২ PM / ৪৫
আমরা শুধু বড়লোকদের সার্ভিস দেই না : জাকারবার্গ

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সমালোচনার জবাবে পাল্টা অভিযোগ করে বলেছেন, অ্যাপল দামী যন্ত্র বানিয়ে কেবল ‘ধনী ব্যক্তিদের সেবা প্রদান করে’।

গত সপ্তাহে টিম কুক, তৃতীয় পক্ষের কাছে গ্রাহকদের তথ্য বিক্রি করে তাদের ‘মানবাধিকার লঙ্ঘন’ করেছে বলে জাকারবার্গের তীব্র সমালোচনা করেছিলেন।

সোমবার ভক্স সাইটকে দেয়া সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমরা আপনার টাকা না পেলে আপনার প্রতি যত্নবান হই না, এই যুক্তি আমাদের কাছে দারুণ চাতুর্যপূর্ণ মনে হয়েছে। এতে কোনো সত্যতা নেই।’

‘সত্যি কথাটা হচ্ছে, আপনি যদি পৃথিবীর সবাইকে সংযুক্ত রাখতে চান, তাহলে সেখানে অনেক মানুষ পাবেন যাদের টাকা খরচ করার সামর্থ্য নেই,’ যোগ করেন জাকারবার্গ।

গত সপ্তাহে, কুক ফেসবুকের গ্রাহকদের তথ্য বিক্রির সমালোচনা করে সংবাদ শিরোনামে আসেন কুক। সামাজিক মাধ্যমগুলো নীতিমালার আওতায় আনা উচিত বলে তিনি মন্তব্য করেন।
অ্যাপলের প্রধান নির্বাহী মনে করেন ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ‘মানুষের মৌলিক অধিকার’ ও ‘নাগরিক অধিকার’।

কুক বলেন, ‘ক্রেতাদেরকে আমাদের পণ্যে পরিণত করলে, শুধু ক্রেতাদের দিয়েই আমরা প্রচুর লাভবান হতে পারতাম। আমরা সেটা না করার সিদ্ধান্ত নিয়েছি।’

সোমবার জাকারবার্গ অ্যাপলের সমালোচনায় বলেন, ‘ফেসবুকের লক্ষ্য হচ্ছে এমন সার্ভিস তৈরি করা যেটাতে শুধুই বড়লোকদেরই সেবা প্রদান করা হবে না।’

জাকারবার্গ বলেন, ‘যেসব প্রতিষ্ঠান ব্যাপক কসরত করে আপনার কাছ থেকে পণ্যের দাম বেশি রেখে আপনাকে বুঝানোর চেষ্টা করে যে তারা আপনার প্রতি খুব যত্নবান, তাদের কথা বিশ্বাস করা ঠিক নয়। এটা শুনতেও হাস্যকর লাগে।’

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৫২পিএম/৩/৪/২০১৮ইং)