• ঢাকা
  • সোমবার, ১৩ মে ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

আমরাও পরমাণু অস্ত্র বানাব : সৌদি যুবরাজ


প্রকাশের সময় : মার্চ ১৬, ২০১৮, ১০:৪৫ AM / ৩৭
আমরাও পরমাণু অস্ত্র বানাব : সৌদি যুবরাজ

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : চির প্রতিদ্বন্দ্বী ইরান যদি পরমাণু অস্ত্র সমৃদ্ধ করে তাহলে সৌদি আরবও বসে থাকবে না, তারাও পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণের দিকে হাঁটবে বলে সতর্ক করে দিয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিবিসির সংবাদ।

মোহাম্মদ বিন সালমান মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসকে জানান, তারা পরমানু অস্ত্র অর্জন করতে চান না।

কিন্তু ইরান যদি পরমানু বোমা বানিয়ে থাকে তাহলে তারাও সেদিক হাঁটবে, এতে কোন সন্দেহ নাই বলে তিনি যোগ করেন।

২০১৫ সালে বিশ্বের পরাশক্তিগুলোর চাপে পড়ে পরমানু কার্যক্রম সীমিত করে দেয় ইরান। তবে পুরোপুরি এর থেকে সরে আসতে ইরানকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শিয়া-সুন্নির ঐতিহাসিক দ্বন্দ্ব ও রাজনৈতিক কারণে কয়েক যুগ ধরে  চির বৈরিতার সম্পর্ক বিরাজ করে আসছে  ইরান ও সৌদি আরবের মধ্যে।

সম্প্রতি ইয়েমেন ও সিরিয়া যুদ্ধের কারণে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে মধ্যপ্রাচ্যের এ দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে।

সৌদি ক্ষমতা উত্তরাধিকারী ও বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান ৬০ মিনিটের এক সাক্ষাতকারে সিবিএসকে ইরান প্রসঙ্গে বলতে গিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনিকে ‘মধ্যপ্রাচ্যের নতুন হিটলার’ বলে আখ্যা দেন।

তবে এখনো এ বিষয়ে ইরানের কোন প্রতিক্রিয়া জানা যায়নি।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:৪৫এএম/১৬/৩/২০১৮ইং)