• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

আবু নাসিরের ‘সুখ’


প্রকাশের সময় : মার্চ ৫, ২০১৯, ১১:৩১ AM / ৩৩
আবু নাসিরের ‘সুখ’

____________________________________________

সুখ কোথায় থাকে জানো? জানোনা।
তাই সুখ কোন দিন খুঁজে পাবে না।
আমি সুখের আশায় ত্যাগিয়া সংসার
গ্রহন করেছি বৈরাগ্য
আমি তো জানি সুখ পাওয়ার মত
ছিলাম না আমি কোন দিন যোগ্য।
বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই
হাতে লয়ে একতারা
তাইতো তোমরা নিস্কম্ম বলে
করেছো আমায় সমাজ ছাড়া।
একা জগতে আমি এখন
আছি অনেক সুখে
এই সুখই এখন ঠাঁই নিয়েছে
আমার পোড়া বুকে।
তোমাদের এই দুনিয়ার সুখ
এখন আমার নাই দরকার
বৈরাগ্য আমার বড় সুখ
ঘর আমার বন বাদাড়।