• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

আফগানিস্তানে ব্যাংকে গাড়ি বোমায় নিহত ২৬


প্রকাশের সময় : জুন ২২, ২০১৭, ৪:৫৫ PM / ৩৫
আফগানিস্তানে ব্যাংকে গাড়ি বোমায় নিহত ২৬

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে একটি ব্যাংকের সামনে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এ সময় আরো অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। খবর বিবিসি ও আল জাজিরার। সরকারি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হেলমান্দ প্রদেশের লস্কর গায়ে এ ঘটনা ঘটে। লস্কর গা রাজধানী কাবুল থেকে ৫৫০ কিলোমিটার দূরে।
নিহতদের মধ্যে সাধারণ নাগরিক ছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। হতাহতরা তাদের বেতন নেওয়ার জন্য নিউ কাবুল ব্যাংকের সামনে অপেক্ষা করছিলেন।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওমর যাওয়াক জানান, বিস্ফোরণে পুলিশ ও সেনা সদস্য ছাড়াও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বন্দুকধারীরা ব্যাংকের ভেতরে প্রবেশ করেছে। এরপর তাদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয়।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে এ ধরনের অনেক হামলা দায় স্বীকার করেছে তালেবান ও আইএস।
গত মাসে পূর্বাঞ্চলীয় শহরের গার্ডেজে একটি ব্যাংকে হামলায় তিনজন নিহত ও বহু মানুষ আহত হয়।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৪:৫৫পিএম/২২/৬/২০১৭ইং)