• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

আত্রাইয়ে বই উৎসবে মাতোয়ারা হাজারো শিক্ষার্থী


প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২০, ৭:৪৪ PM / ২৯
আত্রাইয়ে বই উৎসবে মাতোয়ারা হাজারো শিক্ষার্থী

মোঃ রুহুল আমীন, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনে পাঠ্যবই হাতে পাওয়ার আনন্দই আলাদা। সেই আনন্দে মাতোয়ারা হাজারো শিক্ষার্থীরা। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বছরের প্রথম দিনে সারাদেশের মতো এবারও নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে বই উৎসব।
বুধবার সকাল ১০টায় আত্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক ও ইউএনও মো.ছানাউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ওসি মোসলেম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, আ’লীগ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রধান শিক্ষক আবুহেনা মোস্তফা কামাল,আত্রাই প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল আমীনসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
ইউএনও ছানাউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের গৃহিত মহতী এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষে সারা দেশে বিদ্যালয়ের অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সকল বই তুলে দিচ্ছে।
শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলায় সাড়ে ৪৭ হাজার শিক্ষার্থীর জন্য প্রায় চার লক্ষ পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৭:৪৫পিএম/১/১/২০২০ইং)