• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

আত্রাইয়ে একদিনে ৩টি বিদ্যালয়ে রহস্যজনক চুরি!


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০১৯, ১:৪৬ PM / ৪৬
আত্রাইয়ে একদিনে ৩টি বিদ্যালয়ে রহস্যজনক চুরি!

মো রুহুল আমীন, আত্রাই( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে একদিনে ৩টি প্রাথমিক সরকারী বিদ্যালয়ে রহস্যজনক চুরি সংগঠিত হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে দ্বীপচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড় শিমলা চরকতলা প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়, চরকতলা চরকতলা প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় চুরি ঘটনা ঘটেছে।
বড় শিমল চরকতলা প্রাথমিক বিদ্যালয় া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন প্রাং জানান, গতকাল দিবাগত রাতে বিদ্যালয়ের গেটের গ্রীলের তালা ভেঙ্গে অফিস কক্ষের ভেতরে প্রবেশ করে বিদ্যালয় রক্ষিত একটি সাউন্ড বক্স, একটি রাইস কুকার, রেজুলেশন খাতা,খেলাধুলার পোষাক, ১টি পেন ড্রাইভ, ২টি ফুটবল বিভিন্ন খাতাপত্র নিয়ে যায়। দ্বীপচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোজান্মেল হক জানান,অফিসে রক্ষিত আলমিারার তালা ভেঙ্গে বেশ কয়েকটি রেজুলেশন খাতা, কাব পোষাক ইত্যাদি নিয়ে যায়। চরকতলাচরকতলা প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমির লাহেড়ী জানান, বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে কিছু কাগজপত্র, রেজুলেশন,কাব পোষাক, জাতীয় পতাকা আগুন দিয়ে পুড়িছে। তবে অন্য কোন জিনিষ খোয়া যায়নি।
এব্যপারে উপজেলা শিক্ষা অফিসার রোখসানা আনিছা বলেন, বড় শিমলা প্রাথমিক বিদ্যালয়ের চুরি ঘটনা ঘটেছে এমন তথ্য পেয়েছি এবং থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। অন্য ২টি বিদ্যালয় চুরির তথ্য আমার জানা নাই।

এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন জানান, ঘটনাশুনে বিদ্যালয়গুলিতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১:৪৭পিএম/১৮/২/২০১৯ইং)