• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

আত্মঘাতী গাড়ি বোমা হামলায় বাগদাদে নিহত ১৫


প্রকাশের সময় : মার্চ ৩০, ২০১৭, ১:১০ PM / ৩৯
আত্মঘাতী গাড়ি বোমা হামলায় বাগদাদে নিহত ১৫

ঢাকারনিউজ২৪.কম:

ইরাকের রাজধানী বাগদাদে পুলিশের চেকপয়েন্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রাজধানীর দক্ষিণাঞ্চলে পুলিশের ওই চেকপয়েন্টে এই হামলা চালানো হয় বলে আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানান।

হামলাকারী বিস্ফোরকভর্তি একটি ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটায়। এতে ৪০ জনের বেশি লোক আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। যদিও সাম্প্রতিক সময়ে আইএস জিহাদিরা ইরাকে এ ধরনের হামলা চালিয়ে আসছে।

আইএস এর কবল থেকে মসুল নগরী পুনরুদ্ধারে ইরাকি বাহিনীর বড় ধরনের অভিযানের মধ্যেই বুধবারের হামলাটি চালানো হল। ইরাকে এটাই আইএস এর সর্বশেষ অধিকৃত এলাকা।

এদিকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার সহায়তায় ইরাকি বাহিনী উত্তরাঞ্চলীয় এই নগরী ও এর আশপাশের এলাকার একটি বড় অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০১.১০ পিএম/৩০//২০১৭ইং)