• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

আজ বিনোদন সাংবাদিক আওলাদ হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০১৯, ১০:২০ AM / ৩৯
আজ বিনোদন সাংবাদিক আওলাদ হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী

মোঃ রাফি আহম্মেদ, ঢাকা : মোহাম্মাদ আওলাদ হোসেন তিন দশকে একটানা চলচ্চিত্র সাংবাদিকতা করে গেলেন। তার প্রতিটি মুহুর্তে ধ্যান-জ্ঞান ছিল চলচ্চিত্র। এর বাইরে তিনি কোনো কিছুই ভাবতেন না, বা ভাবার অবকাশও ছিলোনা। আওলাদ হোসেন ছিলেন কিংবদন্তি সর্বজনপ্রিয় বিনোদন সাংবাদিক। চলচ্চিত্র জগতের সর্বক্ষেত্রেই প্রোডাকশন বয় থেকে প্রযোজক পরিচালক, শিল্পী, সঙ্গীত শিল্পী, কলাকুশলী সবার কাছেই ছিলেন প্রিয়। তিনি একজন সাংবাদিক হিসেবে নয়, তার বিচরন ছিলো অভিভাবকের মতো। মোহাম্মাদ আওলাদ হোসেন দেশের চলচ্চিত্র সাংবাদিকতার একটি অবিস্বরনীয় নাম। দৈহিক গড়নে যেমন ছিলেন সুপুরুষ, তেমনি অন্তরে ছিলো তার ভালোবাসার এক বিশাল আকাশ।উচ্চস্বরে কথা বলতেন কিন্তু সে স্বরে থাকতো সুগভীর মায়া। সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকা আর টেলিভিশন চ্যানেলগুলোর সিনেমা রিপোর্টাররা তাদের বেশিরভাগ রিপোর্টের তথ্য নিতেন আওলাদ হোসেনের কাছ থেকে।বড় মাপের রিপোটার ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনেও ছিলেন বিশাল মনের একজন। সকাল দুপুর সন্ধ্যা কিংবা মধ্যরাতে যে কোন সময়ে যে কারো বিপদে তিনি ছুটে যেতেন সহযোগীতার সু-বিশাল হাত বাড়িয়ে।বিপদে আপদে মানুষের পাঁশে দাঁড়ানোর একটা আকাশসম হৃদয়ের এ মানুষটি নিজে বেশ খেতে পছন্দ করতেন, অন্যদের খাওয়াতেন তেমন ভাবে। সবাইকে নিয়ে এক সাথে থাকতে চাইতেন। সাংবাদিক হিসেবে তিনি দেশের চলচ্চিত্র বিষয়ক প্রতিবেদকদের অধিকার আদায় ও চলচ্চিত্রের উন্নয়নে নিজেকে বিভিন্ন আন্দোলনে সম্পূক্ত করেন। এরই ধারাবাহিকতায় সাংবাদিক ইউনিয়নের ২০১২-২০১৩ কার্যবর্ষে ‘ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক’ পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ফিল্ম জার্নালিষ্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্র সাংবাদিক হিসেবে নিজেকে অনেক উচ্চতায় নিয়ে গিয়ে তিনি তরুন প্রজন্মের কাছে চলচ্চিত্র সাংবাদিককতার আদর্শ ব্যক্তিত্বে পরিনত হয়েছিলেন। বর্ষীয়ান এই মানুষটি ছিলেন বিনোদন সাংবাদিকদের তথ্য ব্যাংক ও বট বৃক্ষ। গত ২রা অক্টোবর ২০১৫ সালের আজকের এই দিনে মস্তিস্কে রক্তক্ষরনে নিজ বাসায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন কিংবদন্তি তারকা কলম যোদ্ধা মোহাম্মাদ আওলাদ হোসেন। মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মাদ আওলাদ হোসেন দৈনিক মানব জমিন পত্রিকার বিনোদন বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। তার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২রা অক্টোবর বুধবার বাদ আসর এফডিসি’র কেন্দ্রীয় মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:২২এএম/২/১০/২০১৯ইং)