• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

আই অ্যাম এ ফাইটার, আই অ্যাম এ লিডার : আইভী


প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০১৮, ১:০১ PM / ৭২
আই অ্যাম এ ফাইটার, আই অ্যাম এ লিডার : আইভী

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, তিনি নগরীর সেবা করতে চান। তিনিই নগরবাসীর নেতা। সেখানে এখতিয়ারবহির্ভূত কারো কথা মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান।

আইভি বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর সেবা করতে চাই। মেয়র হিসেবে আমি সকলের নেতা (লিডার)। আই অ্যাম এ লিডার, আই অ্যাম এ ফাইটার।’

তিনি বলেন, ‘আমি ভালো আছি। ল্যাবএইড হাসপাতাল থেকে আজ বাড়ি যাচ্ছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে প্রধানমন্ত্রী এবং নারায়ণগঞ্জবাসীর প্রতি, যারা আমাকে সশস্ত্র হামলা থেকে নিরস্ত্রভাবে রক্ষা করেছেন। সত্যের জয়, নৈতিকতার জয়কে কেউ হারাতে পারে না, নারায়ণগঞ্জবাসী প্রমাণ করেছে। আমাদের স্পিডকে কেউ পেছাতে পারবে না।’

আইভী বলেন, ‘আমি হকারদের জন্য চারতলা মার্কেট করছি, সেখানে হকাররা যাবে। ফুটপাতে জনগণ হাঁটবে, এটা তাদের অধিকার।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে কারো রাজনৈতিক বা পারিবারিক বিরোধ নেই। যেটা আছে, সেটি আদর্শগত, নীতিগত। সেখানেও আমি নমনীয়।’

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি হকার বসানো নিয়ে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সায়াম প্লাজার সামনে সংঘর্ষে সিটি মেয়র আইভীসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

ঘটনার দু’দিন পর অসুস্থ অবস্থায় আইভীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসরা জানান, আইভীর ব্রেনে হ্যামারেজ ছিল।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:০০পিএম/২৩/১/২০১৮ইং)