• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

আইসিসির হল অব ফেমে প্রথম লঙ্কান মুরালিধরন


প্রকাশের সময় : জুন ৯, ২০১৭, ১:৩৭ PM / ৮৩
আইসিসির হল অব ফেমে প্রথম লঙ্কান মুরালিধরন

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী মুত্তিয়া মুরালিধরনকে সম্মাননা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে ‘আইসিসি ক্রিকেট হল অব ফেম’- এ জায়গা পেয়েছেন তিনি। বৃহস্পতিবার ওভালে শ্রীলঙ্কা ও ভারতের ম্যাচের ইনিংস বিরতিতে ৪৫ বছর বয়সী সাবেক অফস্পিনারকে এই সম্মননা দেয়া হয়।
শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম হলেও হল অব ফেমে স্থান করে নেয়া ৮৩তম ক্রিকেটার মুরালিধরন। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন স্মারক হিসেবে তার হাত ‘ফ্রেমে বাঁধানো ক্যাপ’ তুলে দেন। মুরালিকে সম্মানিত করতে পেরে রিচার্ডসন জানিয়েছেন, ‘আমি আইসিসিকে ধন্যবাদ জানাতে চাই এটাকে সম্ভব করার জন্য কারণ এটা এমন একটা মুহূর্ত যা আমি সারাজীবন মনে রাখবো।’
আইসিসির স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত মুরালিধরন বলেছেন, ‘এই পুরস্কার গ্রহণ মুহূর্তটা আমার কাছে খুবই গর্বের ও সম্মানের। বিশেষকরে আইসিসির কাছে থেকে। যা একজন ক্রিকেটার সর্বোচ্চ লক্ষ্য হিসেবে অর্জন করতে চায়। আর মর্যাদাপূর্ণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে অভিষিক্ত হওয়ায়টা আরও বেশি অসাধারণ।’
ঘূর্ণি বলের জাদুকর মুরালিধরনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৯৯২ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে। দীর্ঘ ১৯ বছরের ইতি টেনেছেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপ শেষে। তার আগে ১৩৩ টেস্টে ২২.৭২ গড়ে ৮০০ আর ৩৫০ ওয়ানডেতে ২৩.০৮ গড়ে ৫৩৪ উইকেট শিকার করেন মুরালিধরন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:৩০পিএম/৯/৬/২০১৭ইং)