• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

আইজি ব্যাজ পাচ্ছেন ৫০১ পুলিশ সদস্য


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০১৯, ৫:৩৬ PM / ৩৪
আইজি ব্যাজ পাচ্ছেন ৫০১ পুলিশ সদস্য

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখায় এবার ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন ৫০১ জন পুলিশ সদস্য।

পুলিশ সদর দফতরের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স বিভাগের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে সম্প্রতি আইজি ব্যাজ প্রাপ্ত পুলিশ সদস্যদের নামের তালিকা জানানো হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ভালো কাজের মানদণ্ড বিবেচনা করে মোট ৬টি ক্যাটাগরিতে এই ৫০১ জন সদস্যকে আগামী ৪ ফেব্রুয়ারি রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পরিয়ে দেয়া হবে আইজিপি ব্যাজ ২০১৯।

‘এ’ ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ পাচ্ছেন ১৪৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে পাচ্ছেন ১৫৯ জন, ‘সি’ ক্যাটাগরিতে পাচ্ছেন ৮২ জন, ‘ডি’ ক্যাটাগরিতে পাচ্ছেন ৪৫ জন, ‘ই’ ক্যাটাগরিতে পাচ্ছেন ৩৫ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ৩৭ জন পুলিশ সদস্য।

যারা আইজি ব্যাজ পাচ্ছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য পুলিশ কর্মকর্তারা হলেন, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মজিদ আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরক্ত কমিশনার আমেনা বেগম, মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, কুমিল্লার দ্বেবিদ্বার সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার সেলিম মোহাম্মদ শেখ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রটেকশন) হামিদা পারভীন, ডিসি ট্রাফিক লিটন কুমার সাহা, ডিএমপির ডিসি (অর্থ) শ্যামল কুমার মুখার্জী, ডিএমপির ডিসি (সিরিয়াস ক্রাইম) মীর মোদাচ্ছের হোসেন, ডিএমপির ডিসি (ডিবি-উত্তর) মশিউর রহমান।

এছাড়াও আইজি ব্যাজ পাচ্ছেন, ডিএমপির ডিসি সুনন্দা রায়, সিটিটিসির ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম, ডিসি ছানোয়ার হোসেন, ডিসি আব্দুল মান্নান, ডিবির এডিসি (দক্ষিণ) রাজীব আল মাসুদ, সাইবার ক্রাইমের ডিসি মিশুক চাকমা, সিটিটিসির এডিসি মাহফুজা লিজা, র‌্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী, র‌্যাব-৭ এর মেজর মো. মেহেদী হাসান, র‌্যাব-৮ এর মেজর খান সজীবুল ইসলাম, ডিবির এডিসি জুয়েল রানা, ডিবির এডিসি নিশাত রহমান মিথুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর শাখার এডিসি ওবায়দুর রহমান।

সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান হাবীব, সিটিটিসির এডিসি তৌহিদুল ইসলাম, সিদ্দিকুর রহমান, ডিএমপির খিলগাঁও জোনের এডিসি নাদিয়া জুঁই, ডিবির এডিসি (পূর্ব) মোহাম্মদ বশির উদ্দিন, ডিবির এসি (ডেমরা) নাজমুল হাসান ফিরোজ, ডিবির এডিসি (উত্তর) মহররম আলী, ডিবির এসি (পূর্ব) ইমতিয়াজ মাহমুদ, ডিবির এডিসি (দক্ষিণ) খন্দকার রবিউল আরাফাত, ডিবির এডিসি (পূর্ব) আতিকুল ইসলাম, ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের এডিসি নাজমুন নাহার, সাইবার ক্রাইম ইউনিটের এডিসি মো. নাজমুল ইসলাম, গোয়েন্দা পূর্ব বিভাগের এডিসি সোহেল রানা, ডিবির সিরিয়াস ক্রাইম বিভাগের এডিসি মাহমুদা আফরোজ লাকী এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের এডিসি রহমত উল্ল্যাহ চৌধুরীও পাচ্ছেন এই পদক।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:৩২পিএম/২/২/২০১৯ইং)