• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

অভিনেত্রী রানী সরকার আর নেই


প্রকাশের সময় : জুলাই ৭, ২০১৮, ২:৪৫ PM / ৪১
অভিনেত্রী রানী সরকার আর নেই

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)।

আজ ৭ জুলাই(শনিবার) ভোর ৪ টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘

তার নাতি রাজিব খবরটি নিশ্চিত করেছেন। হাসপাতাল থেকে তার মরদেহ বাসায় নিয়ে আসা হয়েছে।

রানী সরকারের আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। ১৯৫৮ সালে মঞ্চনাটকের মাধ্যমে তার অভিনয়ে পথচলা শুরু। একই বছর পা রাখেন বড় পর্দায়। সিনেমার নাম ‘দূর হ্যায় সুখ কা গাঁও’। একে একে অভিনয় করেছেন আড়াই শতাধিক সিনেমায়। ষাটের দশকে বাংলা চলচিত্রের অন্যতম সফল অভিনেত্রী রানী সরকারের জন্ম সাতক্ষীরা জেলার সোনাতলা গ্রামে। সে সময়ে উর্দু সিনেমার বেশ প্রসার থাকলেও বাংলা সিনেমার গোড়াপত্তন আসলে তখনি।

‘দূর হ্যায় সুখ কা গাঁও’, ‘চান্দা’, ‘তালাশ’র মতো জনপ্রিয় উর্দু সিনেমায় কাজ করার পাশাপাশি রানী সরকার সমৃদ্ধ করেছেন বাংলা সিনেমাকেও। ‘কাচের দেয়াল’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘চোখের জল’, ‘নাচের পুতুল’ তার অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা। মোহাম্মাদপুরস্থ শেখেরটেক এলাকায় তার ভাইয়ের বউ ও ভাইয়ের দুই মেয়েসহ দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন তিনি।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:৪২পিএম/৭/৭/২০১৮ইং)