• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

অভিজাত নির্যাতন


প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০১৭, ১০:০১ AM / ৪১
অভিজাত নির্যাতন

ঢাকারনিউজ২৪.কম:

পেটের দাযে কাজ করতে এস রাজধানীর অভিজাত এলাকা গুলশানে
এক বাড়িতে ছয় বছর বয়সী এক গৃহকর্মী নির্মম নির্যাতনের শিকার হয়েছে।
টাঙ্গাইলে ঘাটাইল থেকে আসা শামীম নামের ওই শিশুটিকে নিয়ে
কবিতা লিখেছেন বিপুল হাসান

 

সাহেব এলেন তেড়ে
কেনো মোজায় গন্ধ ওরে
তিনি ছিলেন নাকি মেজর
তাই দেন না চড়-থাপড়
শাস্তি দিলেন সোজা
রুটির বদলে গিলতে হবে
প্রাতভ্রমনের মোজা;
কথা নয় তিনি বিশ্বাসী কাজে
টাঙ্গাইলের শিশুটার মুখে
মোজা ঠেসে দিলেন সাহেব নিজে।

টুইংকেল টুইংকেল লিটল স্টার,
বাড়ির কর্ত্রী ইংলিশ স্কুল টিচার
পাফ করা চুল লো-কাট ব্লাউজ
মুখে পিঙ্ক মেক-আপের প্লাস্টার
তবুও কেনো যাচ্ছে না ঢাকা আজ
গাঢ় বলিরেখা আর বয়সের ভাজ।
এত টেনশনের মাঝেই হঠাৎ
নাকে এসে লাগে পোড়া পোড়া ঝাঁঝ;
ওই বজ্জাত পুচকেটা আজও নির্ঘাৎ
পরোটা ফেলেছে পুড়ে
কিচেনে গিয়ে লাল খুন্তিটার
এতোটুকু ছোঁয়া দিলেন টিচার
কাজের ছেলেটার ঘাড়ে।

ওরে মা মাগো মা মারে
আমারে ফেললো মেরে –
ছয় বছর বয়সী শামীমের
হাড় জিরে জিরে পাঁজর ছিড়ে
বেরিয়ে আসা আর্তনাদে
আকাশে ভাসা মেঘ কেঁদে ওঠে
অঝোরে বৃষ্টি ঝরে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১০.০৪ এএম/০৪//২০১৭ইং)