• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

অপ্রেমের গহীন আঁধারে …


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২২, ৬:২২ PM / ৪৭
অপ্রেমের গহীন আঁধারে …

 গোলাম কবির

_____________________________________ 

দুঃস্বপ্ন তাড়িত হৃদয়ের ভগ্নাংশ গুলো
ক্রমেই আরো ক্ষুদ্র হতে হতে একসময়
মিশে যায় সৈকতের বালুকারাশির সাথে।

এখন শুধু সমুদ্রগর্জন শুনে ভয়ে
চুপসে যেতে যেতে তীরে এসে
মরে পড়ে থাকা অভিমানী ডলফিনের
মতো প্রখর রোদে শুকিয়ে যেতে যেতে
ফসিল হবার অপেক্ষার প্রহর গোনা!

আহা, কী ভীষণ কষ্টের
এই অপেক্ষার প্রহর গুলো!
ভালোবাসা, প্রেম এখন
শুধুই অর্থহীন কিছু এলোমেলো
অক্ষরের সমাহার যেনো!

তবুও তো মানুষ ভালোবাসে,
প্রেমে পড়ে প্রতারিত হয়!
প্রেতায়িত রাত গুলো আরো দীর্ঘ হয় ,
ঘুড়ি একদিন সুতো কেটে উড়ে যাবে
আকাশে জেনেও বালক যেমন ঘুড়ি
উড়ানোর আনন্দকে ভুলতে পারেনা,
মানুষেরাও তেমনি প্রতারিত হতে পারে
জেনেও ভালোবাসে, প্রেমে পড়ে!

অপ্রেমের গহীন আঁধারে ডুবে গিয়েও
রক্তিম সকালের প্রত্যাশায় মরিচীকার
পেছনে ঘোরে স্বপ্নালু চোখে
কী এক ভীষণ মায়ার ছলনায়।

                        কবি গোলাম কবির