• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

অনেক আগে থেকেই বঙ্গবন্ধুর দেশ স্বাধীনের প্রস্তুতি ছিল


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০১৭, ১১:৪৫ AM / ৬৯
অনেক আগে থেকেই বঙ্গবন্ধুর দেশ স্বাধীনের প্রস্তুতি ছিল

ঢাকারনিউজ২৪.কম:আগারগাঁও:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা এমন সব যুদ্ধাপরাধীর বিচার করেছি, যা কেউ কল্পনাও করতে পারেননি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরও বিচার করেছি। এজন্য রায় প্রদানকারী বিচারক ও সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানিয়েছি’।

এসব বিচার সম্পন্ন হওয়ার মূল কৃতিত্ব জনগণের বলে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘কারণ, জনগণই আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে বলে আমরা এ বিচার করতে পেরেছি। এজন্য জনগণকেও ধন্যবাদ জানাই’।

রোববার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নবনির্মিত নিজস্ব ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশকে স্বাধীন করতে বঙ্গবন্ধুর অনেক আগে থেকেই প্রস্তুতি ছিল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তিনি সব সময়ই বলতেন, স্বাধীন হওয়া ছাড়া আমাদের উপায় নেই’।

পঁচাত্তরের পর ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ করে তিনি আরও বলেন, পঁচাত্তরের পর ইতিহাস পাল্টে গেল, অনেকে ঘোষক হয়ে গেল, যেন বাঁশিতে ফুঁ দিল, যুদ্ধ শুরু হয়ে গেল।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১১.৪৪এএম/১৬//২০১৭ইং)