• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

অনলাইন প্রেস ইউনিটির ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২০, ২:৫৩ PM / ৩১
অনলাইন প্রেস ইউনিটির ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : অনলাইন প্রেস ইউনিটির ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর উদ্বোধনী বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন অনলাইন প্রেস ইউনিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক শুভঙ্কর দেবনাথ। ৯ ফেব্রুয়ারি সকাল ১০ টায় দৈনিক স্বাধীন বাংলা খবর পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান এ্যাড. নূর নবী পাটোয়ারী, সাহারা জিয়াসমিন, সিনিয়র যুগ্ম মহাসচিব আফরোজা বেগম প্রমুখ। এসময় প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী বলেন, অনলাইন নীতিমালা সহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে অনলাইন প্রেস ইউনিটি কাজ করছে। আগামী ১০ মার্চ-এর আগে সদস্য ফরম পূরণ করে আগ্রহী সংবাদকর্মীদেরকে সদস্য হতে হবে।

৩৩ তোপখানা রোড, ঢাকার কার্যালয় থেকে ২০০ টাকার বিনিময়ে সদস্য ফরম সংগ্রহ করে দ্রুত সদস্য হওয়ার আহবান জানিয়েছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:৫৩পিএম/৯/২/২০২০ইং)