স্পোর্টস ডেস্ক : ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিততে হবে আয়ারল্যান্ডকে। অন্যদিকে আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের জন্য এই সিরিজটি শুধুই খেলোয়াড়দের দেখে নেওয়ার সুযোগ। বিশ্বকাপের আগে ৭ নম্বর পজিশনে ব্যবধান গড়ে দেওয়ার মতো নির্ভরযোগ্য কাউকে খুঁজছে বাংলাদেশ।
ইংল্যান্ডের চেমসফোর্ডে আজ প্রথম ওয়ানডের আগে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল তুলে ধরলেন সাত নম্বর পজিশনের গুরুত্ব, সাত নম্বর খুবই গুরুত্বপূর্ণ পজিশন। এই পজিশনের সঠিক মূল্যায়ন হয় না। কিন্তু সাতে নেমে ২৫ রানের ইনিংস অনেক সময় ফিফটির সমতুল্য হয়ে যায়। এই পজিশনে আমাদের দুই-তিনজন খেলোয়াড় আছে।
তিনি বলেন, মিরাজ তার ব্যাটিং সামর্থ্য দেখিয়েছে। ভারতের বিপক্ষে ব্যাট হাতে কার্যত একাই সিরিজ জিতিয়েছে সে। মিরাজ সাতে ব্যাট করলে আমরা একজন অতিরিক্ত বোলার খেলাতে পারি। এই কম্বিনেশনগুলো দেখে নিতে চাই আমরা। ছয় বোলার খেলালে অনেক বিকল্প থাকে। কিন্তু পাঁচ বোলার খেলালে কোনো একজন খারাপ করলে অধিনায়ক ও দল চাপে পড়ে যায়।
প্রধান সম্পাদক : সোনিয়া দেওয়ান প্রীতি