• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

১৩ মে খালেদার নাইকো দুর্নীতি মামলায় চার্জ শুনানি


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০১৮, ১:১৫ PM / ২৭৬
১৩ মে খালেদার নাইকো দুর্নীতি মামলায় চার্জ শুনানি

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় আগামী ১৩ মে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার(১৯ এপ্রিল) রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল কবীরের আদালতে মামলাটির এ অভিযোগ গঠন শুনানি হয়।

এদিন আদালতে খালেদা জিয়া, মওদুদ আহমেদের পক্ষে সময়ের আবেদন করেন। খালেদা জিয়া কারাগারে আসেন সেই বিষয়ে আদালতকে অবহিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এজন্য সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

গত ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন।

গত ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান।

অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। নাইকো ছাড়াও গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা বাতিলের আবেদন জানিয়ে পৃথক পৃথক রিট করেছিলেন খালেদা জিয়া।

এসব রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতি মামলাগুলোর কার্যক্রম স্থগিত ও রুল জারি করেছিলেন হাইকোর্ট। কয়েক বছর ধরে স্থগিত থাকার পর মামলাগুলো সচলের উদ্যোগ নিয়ে রুল নিষ্পত্তির আবেদন জানায় দুদক। পরে গত বছর পৃথক পৃথক শুনানি শেষে মামলা তিনটি সচলের রায় দেন হাইকোর্ট।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:১২পিএম/১৯/৪/২০৮ইং)