
নিজস্ব প্রতিবেদক : হঠাৎ অসুস্থ হয়ে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বিষয়টি নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে অয়ন ওসমান।
বৃহস্পতিবার (২৩ মার্চ) এক ফেসবুক পোস্টে বাবার অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর দোয়া কামনা করেছেন তিনি।
তিনি জানিয়েছেন, বুধবার(২২ মার্চ) রাত থেকে এমপি শামীম ওসমান হঠাৎ অসুস্থ হয়ে পরেন। বর্তমানে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি লিখেন, ‘আব্বু গত কাল রাত থেকে অসুস্থ এবং বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আপনারা সবাই উনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া কামনা করছি। আস-সালামু আলাইকুম’
আপনার মতামত লিখুন :