• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ অপরাহ্ন

সোনামসজিদে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ সভা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৮:৩৪ PM / ৫২
সোনামসজিদে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ সভা
মোঃ আমিনুল হক, আঞ্চলিক প্রতিনিধি  (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে অবকাঠামোগত উন্নতির ও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনামসজিদ স্থলবন্দর পরিচালনা কমিটির সভাপতি আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ছাইদুল হাসান ও সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী সাহাবুদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ প্রমূখ। এদিকে ভারতীয় ব্যবসায়ীদের বক্তব্য রাখেন, মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কার্যকারী কমিটির সভাপতি ফয়জুর রহমান। সভায় সোনামসজিদ স্থলবন্দরে অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করা হয়।