সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২১ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শান্তিপুর গ্রামের সামনে খেলার মাঠে এই ঘটনা ঘটে।
নিহত পলাশ হরিপুর গ্রামের শফিকুলের ছেলে ও তোয়াসিন শান্তিরপুর গ্রামের শামসুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে শান্তিপুর গ্রামের সামনের মাঠে হরিপুর বনাম শান্তিপুর গ্রামের মধ্যকার ফুটবল খেলায় পলাশ ও তোয়াসিন দুই পক্ষের হয়ে খেলছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে পলাশ ও তোয়াসিন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক : সোনিয়া দেওয়ান প্রীতি