• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

সাদিয়া এন্টারপ্রাইজের উদ্যোগে আবুল হোসেন ও বাবুল আহমেদকে সংবর্ধনা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ১০:৫৭ PM / ১৭১
সাদিয়া এন্টারপ্রাইজের উদ্যোগে আবুল হোসেন ও বাবুল আহমেদকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৬৬৫ এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে হাজী মো: আবুল হোসেন ও কার্যকরী সভাপতি পদে মো: বাবুল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাদিয়া এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী(বুধবার) বিকেলে সাদিয়া এন্টারপ্রাইজ অফিসের সামনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুন্সিখোলা ট্রাক ষ্টান্ড আঞ্চলিক কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।

মঞ্চ, টিভি অভিনেতা ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি হাজী মো: আবুল হোসেন ও কার্যকরী সভাপতি মো : বাবুল আহমেদ।

অনুষ্ঠানে সভাপতি হাজী মো: আবুল হোসেন ও কার্যকরী সভাপতি মো: বাবুল আহমেদকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

পরে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ সকল প্রার্থীরা মুক্তমঞ্চে নির্বাচনী সভায় উপস্থিত সকল ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।