

ফতুল্লা প্রতিনিধি : কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার সামগ্রিক অগ্রগতির বিষয়ে জানার জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন কুতুবপুর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মোঃ শহিদুল্লাহ্ ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
রোববার ২ নভেম্বর দুপুরে কুতুবপুর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্ত করণ বাস্তবায়ন কমিটির আহবায়ক হাজী মো : শহিদুল্লাহর নেতৃত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মো :নুরুল হক জমাদ্দার,সদস্য সচিব এস এম কাদির, সদস্য হাজী মোহাম্মদ আলী, সাইফ রেজা সুমন প্রমুখ।
এসময় কুতুবপুর ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্ত করণ বাস্তবায়ন কমিটির আহবায়ক হাজী মো: শহীদুল্লাহ সহ সকল নেতৃবৃন্দের দাবির কথা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন গুরুত্বের সাথে মনোযোগ সহকারে শোনেন এবং তিনি বলেন ,আমরা জনগণের সেবক, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই আমরা কাজ করি।এব্যাপারে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জনগণের মতামত ও গণশুনানির ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। গণশুনানি পাওয়ার পর এই রিপোর্ট আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবো।
আপনার মতামত লিখুন :