
গোলাম কবির
______________________________________________
উড়ুক্কু মেঘের ডানায় চড়ে উড়ে যায়
ভালোবাসার রঙিন পালক গুলো!
স্মৃতিগুলো দুপুরের নির্জনতায়
শিমুল তুলোর মতো উড়তে উড়তে
জমা হয় মনের মধ্যে
ট্রাফিকজ্যাম কে অগ্রাহ্য করে!
হৃদয়ে তখন পুরাতন বটের
বিশাল ঝুরির মতো বিষণ্ণতা নেমে আসে,
আসে প্রাগৈতিহাসিক যুগের
আগুনমুখো ডাইনোসরের মতো
ভীতি জাগানিয়া কোনো অনুভবে
পালক পুড়ে যাওয়া জোড়া
রাজহাঁসের মরণপন উড়তে থাকা
বিরহের বিটুমিন রঙের আকাশের মতো !
ভালোবাসা কে তখন আমার মনেহয়
যেনো ভীষণ উঁচু কোনো পাহাড়ের
চূড়ায় উঠে পিছলে পড়ে যাবার
মতোই অবিশ্বাস্য কোনো হতাশাগ্রস্থ পর্বতারোহীর আত্মবিশ্বাস ভেঙে পড়া!
এখানে তখন শরতের শেষে হেমন্তের
হলুদ পাতার দীর্ঘশ্বাসে বুক ভারী হয়ে ওঠে!
পড়ে থাকে ভালোবাসার রঙিন
নুড়ি পাথরের চাঁইগুলো হৃদয়ের
গভীর নিভৃত কোণে!
অথচ তোমার ওখানে তখন
বসন্তের মেলা বসে, লাল হয়ে যায়
আকাশ কৃষ্ণচূড়া, শিমুল এবং
পলাশের রঙে!
আসে রিমঝিম রিমঝিম নুপুরের
রিনিঝিনি শব্দের মতো আষাঢ় শ্রাবণ।
আমার কেবলই চৈত্রের উত্তপ্ত দুপুরের
রোদ্দুর আর খরায় ফেটে চৌচির
হৃদয়ের একুল ওকুল!
আপনার মতামত লিখুন :