
মো আমিনুল হক, আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে চককীর্তি ইউনিয়ন পরিষদ আয়োজিত ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন, চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত নিপু, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, প্যানেল চেয়ারম্যান সফিকুল আলম, চককীর্তি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাফিস ইমতিয়াজ রনি ও সাবেক প্যানেল চেয়ারম্যান আফসার আলীসহ অন্যরা। এছাড়া বিভিন্ন এলাকার উপকারভোগী নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :