
✍️__আবুল কাশেম
______________________________________________
মাও গেলো বাবাও গেলো
আমিও যাব চলে,
মায়ের মুখের মধুর বাণী
শুনবো না মা বলে।
মাগো তোমার ছেলে এখন
সহস্র যন্ত্রণায়,
বেঁচে থেকেও জীবন্তলাশ
সুন্দর দুনিয়ায়।
মাগো আমি অন্ধ,বিশ্বাস হারা
আছো মা’গো মাটির ঘরে,
খোদার স্থরে হাজার শুকরিয়া
দিও মা’কে ক্ষমা করে।
আপনার মতামত লিখুন :