• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

মহীতোষ গায়েনের কবিতা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৩, ২:১৫ PM / ৩৮৯
মহীতোষ গায়েনের কবিতা

লড়াই

____________________________________________

লড়াইটা শুধু একাই লড়তে হত

কেউ পাশে নয় স্বজন বন্ধুও নয়,
ফাইভ থেকেই লড়াই একা একা
কেউ করেনি মনের সঙ্গে দেখা।

লড়াইটা সেই ছোটকাল থেকে
তখন ছিল খিদের এবং মনের,
লড়াই ছিল ছেঁড়া পোশাকে একা
সঙ্গে ছিল আকাশ ও পাখি বনের।

আস্তে আস্তে বয়স হলো ষোলো
পকেট শূন্য খিদের জ্বালায় ঘোরা,
হস্টেলে কেউ খাবার আনতে দিত
কুড়িয়ে এবং প্রসাদেই পেট পোরা।

অবশেষে এলো যৌবন-লতাপাতা
শরীর বাড়ছে মনের খাতাও ফাঁকা ,
তারপরেতে আন্দোলনে পথে নামা
হৃদয়ে নির্যাতিত মানুষের মুখ আঁকা।

মনের এবং সংগ্রামী জোর বাড়লো
ক্যাম্পাসে তখন বিপ্লবী ঝড় তোলা,
পড়াশেষের পর্বে,প্রেমের এলো দোলা
যায়নি তবু দুঃখ ও কষ্ট জীবন ভোলা।

লড়াইটা এবার কর্মজীবনে যাওয়া
অবশেষে এলো সেই সুদিনের মুখ,
সুখ আর দুঃখ মিলিয়ে লড়াই জারি
লড়াই ভরা আগুনের পরশমণি বুক।

চলে জীবনযুদ্ধ এবং অন্যায় প্রতিরোধে
এবার লড়াই রুটি ও রুজি মানুষের জন্য,
লড়াই একাই প্রতি পদে পদে টিকে থাকার
সাথে কেউ নেই স্বজন এবং বন্ধু কেউ অন্য।

লড়াই চলছে অবিরত,থেমে থাকেনি বন্ধু
সঙ্গে ফুল,গাছ পাখি নদী,সূর্য চন্দ্র ও তারা,
বন্ধুবেশী শত্রু,অবিচার,দুর্নীতি মুক্তির লড়াই
বন্ধুরা লড়তে এসো পাশে,বাঁচার জন্য যারা।