• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

বিএনপি লুটপাটের দল, উন্নয়ন করে শেখ হাসিনা : এমপি তানসেন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১১:৫১ PM / ৩০১
বিএনপি লুটপাটের দল, উন্নয়ন করে শেখ হাসিনা : এমপি তানসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একেএম রেজাউল করিম তানসেন এমপি বলেছেন, দেশের মানুষ পূর্ণাঙ্গ ডিজিটাল সেবা পাচ্ছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী টার্গেট স্মার্ট বাংলাদেশ। বিএনপি-জামায়াত লুটপাটের দল, আর দেশের উন্নয়ন করেন শেখ হাসিনা। বিএনপি আগুন সন্ত্রাসে বিশ^াসী। তারা দেশের উন্নয়ন নিয়ে ভাবে না, নিজেদের উন্নয়নে ব্যস্ত থাকে।
গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার নন্দীগ্রামে স্থানীয় সরকার উন্নয়ন মেলার সমাপনীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৪ আসনের আওয়ামী লীগ নেতৃত্বাধিন ১৪ দলের এই সংসদ সদস্য উপরোক্ত কথাগুলো বলেন।
নন্দীগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গত রোববার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী মেলা মঙ্গলবার বিকেলে সমাপ্ত হয়েছে। মেলায় ১০টি স্টলে স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে প্রদর্শনী করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোসলেম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি অফিসার মো. গাজীউল হক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মোরশেদুল বারী, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া সহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।