

নিজস্ব প্রতিবেদক : গতকাল ২ নভেম্বর(রোববার) নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনসাধারণের মাঝে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের কাছে বিএনপির
রাজনৈতিক অঙ্গীকার, উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য তুলে ধরা হয়। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং একটি অধিকতর ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্রগঠনের রূপরেখা সম্পর্কে
জনসাধারণকে অবহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির
আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু। আয়োজনে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি ও অটোরিকশা চালক দলের আহ্বায়ক মোঃ অহিদুল্লাহ প্রধান এবং সদস্য সচিব মোঃ নূর আলম।
৩১ দফা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলাসাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মাসুম ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন হায়দার আলী, মোঃ ডালিম, মোঃ জাকির, ছায়েদুর রহমান, জহির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।
মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে আয়োজিত এই প্রচারণা
কার্যক্রমের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় ঘোষণাপত্র “৩১ দফা” জনগণের হাতে পৌঁছে দেওয়ার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :