
আব্দুল্লাহ আল মামুন রিটন
__________________________________
বিবর্ণ সময়
থেমে থাকে
ঘড়ির কাটায়।
আমি চেয়ে থাকি
দেখি কীভাবে
জমে আছে স্মৃতি
ধূসর দেওয়াল জুড়ে।
আমি শুধু দেখি
পাঁজর কাঁটার দাগ
কীভাবে ক্ষয়ে ক্ষয়ে
প্রতিটি সূর্যাস্ত দেখে।
দিন শেষে প্রতিদিন
কীভাবে মরি আমি
সময়ের অপেক্ষায়
রোজ দুয়ারে দাঁড়িয়ে।
কেউ চলে গেলে
সে আর ফেরেনা
ফেরেনা কখনও
হয়না নতুন করে শুরু।
যদিও সূর্য ফেরে
রাত শেষে পূবে
মানুষ ফেরেনা
ফেরেনা সেই শুরুতে।
আপনার মতামত লিখুন :