• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

পত্নীতলায় আশ্রয়’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৪, ১১:১৭ PM / ১৯৮
পত্নীতলায় আশ্রয়’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আশ্রয় এনসিওর প্রকল্প’র আয়োজনে বিএমজেড ও নেটজ্ বাংলাদেশের সহায়তায় উপজেলায় প্রকল্পের অন্তর্ভক্ত ২০টি সরকারি ও ১০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন, র‌্যালি, চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, আলোচনা সভা ও দোয়া এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আশ্রয়-এনসিওর প্রকল্পের পত্নীতলা উপজেলা ম্যানেজার মোসাঃ তহমিনা খাতুন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রয়-এনসিওর প্রকল্পের প্রশাসনিক সহকারী মোঃ রায়হান মন্ডল, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ। এসময় স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ, ইডিসি কমিটির সদস্যবৃন্দ, এসএমসি সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গরা উপস্থিত ছিলেন।