
রেজাউল করিম রোমেল
____________________________________________________
আমি আমার মধ্যে আমার আমিত্বকে খুঁজি।
প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে খুঁজি, খুঁজতে হয়।
শত প্রলোভনের মাঝখানে থেকেও
আমি আমাকে খুঁজি।
স্বর্গের সমস্ত সুখ হাতের মুঠোয় নিয়ে
আমি আমাকে খুঁজি,
আবার দোজখের আগুনে পুড়ে খাক
হতে হতে নিজেকে খুঁজি।
খুঁজি… । আমার অস্তিত্ব , আমার আমিত্ব।
কে আমি? কোথায় আমি? কার আমি? কিসের আমি?
পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় দাঁড়িয়ে
খুঁজে ফিরি নিজেকে,
পাতালের অতল গহবরে গিয়েও
নিজেকে খুঁজি।
খুঁজি… । খুঁজতে হয়।
আমার আমি-কে… আমার আমিত্ব-কে…
————————————————————
রেজাউল করিম রোমেল।
রায়পাড়া,( ইসমাইল কলোনি),
চাঁচড়া, যশোর।
মোবাইল-০১৭৬০-৮১৩৪৮৪।
আপনার মতামত লিখুন :