• ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন

নারী তুমি


প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৩, ৭:২৬ PM / ৯৫
নারী তুমি

সালমান আবির

____________________________________________

নারী ক্ষমতাবান ক্ষমতাধর
নারী যুদ্ধ জয়ের অনন্য হাতিয়ার
নারী-পুরুষের অন্যতম সঙ্গী
নারী হিমালয়ে জয়ের অংশীদার
নারী তুমি যুদ্ধের তলোয়ার
নারী তুমি দুর্বার

নারী তুমি দুর্বার নারী
তুমি পুরুষ জাতির হাতিয়ার
নারী তুমি গর্ভধারিণী
নারী তুমি আমার মা জননী
নারী তুমি আমার জান্নাত
নারী তুমি আমার মান্নত
নারী তুমি হাতিয়ার দানবির
নারে তুমি অগ্নিকাণ্ডে তলবীর

নারী তুমি মা জাতে অহংকার
নারী তুমি আমার অলংকার
নারী তুমি বহুরূপী -বহু রূপে আমার ভালোবাসার ছবি,
নারী তুমি কভু আমার গানের কবি।।