নারায়ণগঞ্জ প্রতিনিধি : বুধবার সকাল দশটায় বন্দরের ধামগড় ইস্পাহানী বাজারে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ২৩ দলীয় জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ কবির হোসেন। ধামগড় ইস্পাহানী বাজার, ভাংতি, নয়ামাটি, গকুল দাসেরবাগ, কুড়িপাড়া চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় দেয়াল ঘড়ি প্রতিকে প্রার্থীসহ দলীয় নেতৃবৃন্দ প্রচারণা করেন। খেলাফত মজলিসের বন্দর থানা সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুফতি আবুল কাশেমের পরিচালনায় গণসংযোগে হাফেজ কবির হোসেনের সাথে নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন, মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম, বায়তুলমাল সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, পাঠাগার সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার, জেলা সহ-সাধারন সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি মুফতি আব্দুল গনী, বন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ জামান, ছাত্র মজলিসের মহানগর সভাপতি শাব্বীর আহমাদ, সেক্রেটারি রিফাত হাসান ভূঁইয়া, বায়তুলমাল সম্পাদক মাইদুল ইসলাম, ফতুল্লা থানা সভাপতি জাহিদ হাসান, বন্দর থানা সেক্রেটারি তাহের আলী, মুফতি মোশাররফ হোসাইন, শাহীদুজ্জামান, মাওলানা জালাল উদ্দিন প্রমুখ ।গণসংযোগকালে ভোটারের ভোট প্রার্থনা করে যোগ্য লোককে ভোট দেয়ার আহ্বান জানান।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৪:১৪এএম/১৩/১২/২০১৮ইং)
প্রধান সম্পাদক : সোনিয়া দেওয়ান প্রীতি