
নিজস্ব প্রতিবেদক : ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও নানা আয়োজনে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি।
২১ ফেব্রুয়ারী সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করার মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি,নৃত্য ও সঙ্গীত পরিবেশন করার মাধ্যমে ভাষা দিবস উদযাপন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিনা সুলতানা, শিক্ষক প্রতিনিধি মো: গোলজার হোসেন, মো: আবু ফারুক, রওশন আরা বেগম, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: শাহ আলম সোহাগ,মো: সাইফউদ্দিন সাহিন,মো: আনোয়ার হোসেন আনু, মো: আতিকুল ইসলাম খোকন, নুরনাহার, দাতা সদস্য মো: রেজাউল করিম, কো-অপ্ট সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো: জসিম উদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :