নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কুমারটেক এলাকায় বিএনপি নেতা গোলজার হোসেন ভুঁইয়া রবিবার (১ ডিসেম্বর) রাতে হিন্দু সম্প্রদায়ের সাথে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ও-ই উঠান বৈঠক বক্তারা বলেন- আমরা হিন্দু-মুসলিম একসাথে এদেশে বসবাস করি। আমাদের মধ্যে কোনো ধরনের বিরোধ নেই। এবার দূর্গা পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্ডপও মুসলমানরা পাহারা দিয়েছেন। আগামীতেও সবাইকে একসাথে মিলে-মিশে বসবাসের আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের শেষ কৃর্ত্যের জন্য একটি শ্মশান শেড নির্মাণের দাবী জানানো হয়। তখন বিএনপি নেতা গোলজার হোসেন ভুঁইয়া সাওঘাট এলাকায় একটি শ্মশানের পাকা শেড নির্মাণের আশ্বাস দেন। আগামী এক মাসের মধ্যেই শেড নির্মাণ কাজ শুরু করা হবে বলেও জানানো হয়। পরিশেষে কয়েক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউনিয়ন গোলজার হোসেন ভুঁইয়া, রূপগঞ্জ থানা শ্রমিকদল নেতা শাহ আলম কনক, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি নেতা নুরুজ্জামান মিয়া, হৃদয় হাসান, মোফাজ্জল হোসেন, সম্ভু দাস, মোহন দাস, কালা চান, সুবল দাস, শ্রীমতি, বিনয় চন্দ্র ঘোষ, পরান দাস, মোহন বাশী প্রমূখ।
আপনার মতামত লিখুন :