
আব্দুল্লাহ আল মামুন রিটন
_____________________________________________
যখন আমার অতীত এসে সামনে দাঁড়াল
তখন চিনতে পারি আমার জরাগ্রস্থ মুখ।
তরুণ চিত্র কিভাবে সময়ের প্রলেপ মেখে
বিবর্ণ হতে হতে আরও মলিন, তবুও সুখ।
এক জীবনের দৌড়ে যখন ক্লান্ত শ্রান্ত – আমি
তখনও দেখি চকচক করে চলে অতীত বুক।
এ এক দারুণ অংক, উত্তর হীন দারুণ ছক
কখনও মলিন কখনও উজ্জ্বল সেও চকচক।
__________ আব্দুল্লাহ আল মামুন রিটন
নাটোর সদর, নাটোর
বাংলাদেশ
01714412733
আপনার মতামত লিখুন :