স্টাফ রিপোর্টার, ঢাকা : ডেঙ্গু মোকাবেলায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির দুই মেয়র সহ সারাদেশের সিটি কর্পোরেশন ও পৌর মেয়ররা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ হাওলাদার।
আজ ১৮ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ হাওলাদারের জন্মদিন উপলক্ষে পল্টনে অনুষ্ঠিতক এক চায়ের আড্ডায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
আশরাফ হাওলাদার বলেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখা যায় ডেঙ্গুতে ১০—১৫ জন মারা যাচ্ছেন। আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। অথচ মেয়ররা কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন না। ডেঙ্গুকে মহামারি ঘোষণা করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা শ্রমজীবী সাধারণ মানুষ। পরিবার নিয়ে তারা আজ মানবেতর জীবনযাপন করছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাই তাদের দুর্দশা লাঘবে অবিলম্বে সকল জিনিসপত্রের দাম কমাতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব তোজামেল হক তাজেম, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ তিতুমীর চোকদার, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স শ্রমিক ঐক্য ফোরামের সিনিয়র সহ—সভাপতি ফারুক আহাম্মদ জামালপুরী, মোঃ আবুল হোসেন, সহ—সভাপতি ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ আলমগীর হোসেন, ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আকন, যুগ্ম সম্পাদক মোঃ হায়দার আলী, মোহাম্মদ আলী সাগর, সাংগঠনিক সম্পাদক ক্বারী কাজী মোঃ বোরহান উদ্দিন চিশতী, সহ—সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মোঃ কাউছার হোসেন, মোঃ নুরুদ্দীন, আল—আমিন, মোঃ শহীদ, মোঃ আবুল হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :