
মো. আমিনুল হক, আঞ্চলিক প্রতিনিধি(চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার উপ চাকপাড়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম’র ছেলে মনিরুল ইসলাম (২৫), এনামুল হক এর ছেলে আল – আমিন (১৯),।
রাজশাহী র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীর উপ- অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম’র নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে শিবগঞ্জের কানসাট গোপালনগর মোড়ে অবস্থিত আমিন উল্লাহ মার্কেটের মডার্ন ডায়াগনস্টিক এর সামনে পাঁকা রাস্তার উপর হতে রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের দুজনের কাছ থাকা ০২ কেজি গাঁজা পাওয়া যায়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আলামত হস্তান্তর এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :