• ঢাকা
  • বুধবার, ০৭ Jun ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন

গ্রীষ্মের গরম


প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৩, ১০:৩৫ PM / ৫৩
গ্রীষ্মের গরম

বিপুল চন্দ্র রায়

_____________________________________________________

এই গ্রীষ্মের দুপুরে

রৌদ্র তাপদাহ

ঘাম ঝরে দরদর

জীবন যায় যায় যে।

আহা কি গরম?

আহা! গরম গরম।

এই গ্রীষ্মের দুপুরে

পাকে কত ফল যে।

আম পাকে জাম পাকে

শরীর পাকে গরমে

বুদ্ধি পাকে মগজে

আহা! গরম গরম।

ঠিকানা:

নাম:বিপুল চন্দ্র রায়

গ্রাম:পাড়ামৌলা

পোষ্ট:ডাংরাহাট

থানা:রাজারহাট

জেলা:কুড়িগ্রাম,

বাংলাদেশ।

মোবা:01856205856