
বিপুল চন্দ্র রায়
_____________________________________________________
এই গ্রীষ্মের দুপুরে
রৌদ্র তাপদাহ
ঘাম ঝরে দরদর
জীবন যায় যায় যে।
আহা কি গরম?
আহা! গরম গরম।
এই গ্রীষ্মের দুপুরে
পাকে কত ফল যে।
আম পাকে জাম পাকে
শরীর পাকে গরমে
বুদ্ধি পাকে মগজে
আহা! গরম গরম।
ঠিকানা:
নাম:বিপুল চন্দ্র রায়
গ্রাম:পাড়ামৌলা
পোষ্ট:ডাংরাহাট
থানা:রাজারহাট
জেলা:কুড়িগ্রাম,
বাংলাদেশ।
মোবা:01856205856
আপনার মতামত লিখুন :