• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

কুড়িগ্রামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৩, ৯:৫৮ PM / ২৯২
কুড়িগ্রামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম : কুড়িগ্রামে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুজা অর্চনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

এ উপলক্ষে বাজার কালীমন্দির চত্বরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক মেঘলা চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার, বীর মুক্তিযোদ্ধা অসীম কুমার সরকার প্রমূখ।

বক্তারা দুষ্টের দমন, শিষ্টের পালন অনুসরণ করে দেশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা কল্পে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে আলোচনা করেন।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।