সোনিয়া দেওয়ান প্রীতি, নারায়ণগঞ্জ : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দল। মহিলা দলের সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আলোচিত কাউন্সিলর আয়শা আক্তার দিনার নেতৃত্বে মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে তারা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. মো. শাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।
এর আগে কালো রং এর একই পোশাকে সজ্জিত প্রায় শতাধিক নারী কর্মীদের নিয়ে শহরের হোসিয়ারি সমিতির সামনে থেকে বেরিয়ে প্রভাত ফেরীতে যোগ দেন কাউন্সিলর আয়শা আক্তার দিনা। যে র্যালীটি নজর কেরেছে সবার। এসময় শহীদ জিয়াউর রহমানের স্মরণে নেতাকর্মীদের একের পর এক স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর।
প্রভাত ফেরীতে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ডলি আহাম্মেদ, সহ সভাপতি তাসলিমা আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক নাসরিন সুলতানা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক দিপালী আক্তার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিডিও সংবাদটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
প্রধান সম্পাদক : সোনিয়া দেওয়ান প্রীতি